ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার শ্যামনগরে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে ছয় বছরের এক শিক্ষার্থীর মৃত্যু বাকৃবির পোল্ট্রি বিজ্ঞান বিভাগের উদ্যোগে ৩০ খামারীকে প্রশিক্ষণ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, দশজন আহত ঢাকা সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ে নতুন অধ্যক্ষের যোগদান সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে — মির্জা আলমগীর ডাক্তার শহিদুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জি এম আব্বাস উদ্দিন ঢাকা সাভারে জামিনে বের হয়ে বাদীর স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণের চেষ্টা ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে পিস্তলসহ গ্রেপ্তার ২৫ দেশে প্রথমবারের কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ১২ ও ১৩ ফেব্রুয়ারি

বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনায় একজন ভিক্ষুকেরও টাকা রয়েছে — হাবিপ্রবি ট্রেজারার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

হাবিপ্রবি প্রতিনিধি:-
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো রাষ্ট্রীয় অর্থে পরিচালিত হয়। এখানে একজন কৃষক, দিনমজুর এমন কি একজন ভিক্ষুকও একটা চানাচুরের প্যাকেট কিনলে তার ভ্যাটের টাকায় চলে বিশ্ববিদ্যালয়গুলো। আমার ওপর অর্পিত দায়িত্ব অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয়গুলো সুচারুরূপে সম্পন্ন করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো।

দুই বছর পর নতুন ট্রেজারার পেয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। নবনিযুক্ত ট্রেজারার হিসেবে যোগদানের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমি প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতি, মহামান্য প্রধান উপদেষ্টা এবং সম্মানিত শিক্ষা উপদেষ্টাকে যারা আমাকে এই পদের জন্য যোগ্য মনে করেছেন। সর্বোপরি জুলাই বিপ্লবের সকল ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমি মনে করি আমার ওপর অর্পিত দায়িত্ব টুকু সততা ও নিষ্ঠার সাথে পালন করলে, নিজের অবস্থান থেকে নিজ প্রতিষ্ঠানে অবদান রাখতে পারলে, সামান্য হলেও রাষ্ট্র বিনির্মাণেও অবদান রাখতে পারব। আমার দায়িত্বই হলো যে যে খাতে বরাদ্দকৃত অর্থ সে সে খাতেই যেন সুষ্ঠভাবে ব্যবহৃত হয় তা নিশ্চিত করা। আমাদের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়ার দরখাস্ত রইলো।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির কে ৪ বছরের জন্য হাবিপ্রবির ট্রেজারার নিয়োগ প্রদান করা হয়।

৮ জানুয়ারি (বুধবার) হাবিপ্রবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। যোগদান শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শাখা ও বিভাগের পরিচালকসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি রেজিস্ট্রারেরও দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমি এই প্লাটফর্মটি তৈরী করেছি এ দেশের সাধারণ মানুষের কন্ঠস্বর হিসাবে পরিচালিত করার জন্য।আমরা অবিরত থাকবো সততা নিয়ে সত্যের সাথে। দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা এ দেশের নির্যাতিত ও নিপীড়িত গনমানুষের কথা বলবে এবং সত্য প্রকাশে থাকবে আপোষহীন।
ট্যাগস :

বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনায় একজন ভিক্ষুকেরও টাকা রয়েছে — হাবিপ্রবি ট্রেজারার

আপডেট সময় : ০৩:০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

হাবিপ্রবি প্রতিনিধি:-
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো রাষ্ট্রীয় অর্থে পরিচালিত হয়। এখানে একজন কৃষক, দিনমজুর এমন কি একজন ভিক্ষুকও একটা চানাচুরের প্যাকেট কিনলে তার ভ্যাটের টাকায় চলে বিশ্ববিদ্যালয়গুলো। আমার ওপর অর্পিত দায়িত্ব অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয়গুলো সুচারুরূপে সম্পন্ন করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো।

দুই বছর পর নতুন ট্রেজারার পেয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। নবনিযুক্ত ট্রেজারার হিসেবে যোগদানের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমি প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতি, মহামান্য প্রধান উপদেষ্টা এবং সম্মানিত শিক্ষা উপদেষ্টাকে যারা আমাকে এই পদের জন্য যোগ্য মনে করেছেন। সর্বোপরি জুলাই বিপ্লবের সকল ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমি মনে করি আমার ওপর অর্পিত দায়িত্ব টুকু সততা ও নিষ্ঠার সাথে পালন করলে, নিজের অবস্থান থেকে নিজ প্রতিষ্ঠানে অবদান রাখতে পারলে, সামান্য হলেও রাষ্ট্র বিনির্মাণেও অবদান রাখতে পারব। আমার দায়িত্বই হলো যে যে খাতে বরাদ্দকৃত অর্থ সে সে খাতেই যেন সুষ্ঠভাবে ব্যবহৃত হয় তা নিশ্চিত করা। আমাদের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়ার দরখাস্ত রইলো।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির কে ৪ বছরের জন্য হাবিপ্রবির ট্রেজারার নিয়োগ প্রদান করা হয়।

৮ জানুয়ারি (বুধবার) হাবিপ্রবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। যোগদান শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শাখা ও বিভাগের পরিচালকসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি রেজিস্ট্রারেরও দায়িত্ব পালন করছেন।