বিদায়ের সুরে শ্যামনগরের পূজা মণ্ডপগুলো

- আপডেট সময় : ০৬:৪০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃশারদীয় দুর্গোৎসবের আনন্দ-উল্লাস আর ঢাক-উলুধ্বনির মাঝেই আজ বৃহস্পতিবার শ্যামনগর মণ্ডপগুলোতে বেজে উঠেছে বিদায়ের সুর। মহাষ্ঠমীর পূজা, মহানবমীর অঞ্জলি আর রাতভর আরতির পর দশমীর সকালে পূজার মণ্ডপগুলোতে যেন নেমে এসেছে এক গভীর আবেগঘন পরিবেশ। দেবী দুর্গার বিদায়, ভক্তদের হৃদয়ে রেখে গেছে অপার শূন্যতা। শ্যামনগর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের মণ্ডপগুলোতে আজ সকাল থেকেই ভক্ত-শুভানুধ্যায়ীরা ভিড় জমিয়েছেন। দেবীকে সিঁদুর পরানো আর অঞ্জলির দৃশ্যে অনেক নারীর চোখ ভিজে উঠেছে অশ্রুজলে। কারও ঠোঁটে প্রার্থনা— “মা আবার এসো, আগামী বছর আনন্দে মর্ত্যে ফিরে এসো। দশমী মানেই শুধু প্রতিমা বিসর্জন নয়, এর সঙ্গে মিশে আছে আবেগ, মিলন আর বিদায়ের রীতি। সকালে পূজা শেষে নারীরা একে অপরের কপালে সিঁদুর পরিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেছেন। মণ্ডপে মণ্ডপে কোলাকুলির দৃশ্য যেন ভক্তদের হৃদয়ের টানকে আরও ঘন করেছে। বিকেলের পর থেকেই শ্যামনগরে বিভিন্ন জলাশয়ের দিকে দেবীর বিসর্জন শোভাযাত্রা শুরু হয়েছে। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ভক্তদের নাচ-গানের মধ্য দিয়ে প্রতিমা বিদায়ের আয়োজন চলছে। শ্যামনগর সরকারি কলেজের শিক্ষার্থী জয়িতা রানী বলেন, “দুর্গাপূজা মানেই আমাদের আনন্দের উৎসব। কিন্তু শেষ দিনে সব আনন্দের সঙ্গে মিশে যায় বিষাদের ছায়া। মনে হয় মা যেন সত্যিই আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। অন্যদিকে শ্যামনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি জানান, আমরা সারা বছর অপেক্ষা করি এই কয়েকটা দিনের জন্য। কিন্তু মা চলে গেলে মনে হয় ঘরে শূন্যতা নেমে আসে। উপজেলা জুড়ে বিজয়া দশমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।