বিএনপির ১১৩ আসনে প্রার্থী বদলে রেকর্ড: শীর্ষ আলোচিত সর্ব মহলে
- আপডেট সময় : ০৮:৫০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ:
বিএনপির ১১৩ আসনে প্রার্থী বদলে রেকর্ড। শীর্ষ আলোচিত সর্ব মহলে । ২০১৮ সালের নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয় বিএনপি। এবার মনোনয়নে জনপ্রিয় ত্যাগী যোগ্য মনে করে নতুন প্রার্থী দিয়ে শীর্ষ আলোচিত হয়েছে রাজনৈতিক অঙ্গন’সহ সর্ব মহলে । বঞ্চিতদের অনেকেই নিরব। কেউ কেউ তীব্র মিশ্র প্রতিক্রিয়ায় নেতিবাচক সমালোচনায় ক্ষোভ প্রকাশ। সমর্থকদের সড়ক অবরোধ ও প্রতিবাদ।সোশ্যাল মিডিয়ার প্রকাশে ছড়িয়ে পড়ে মুহুর্তের মধ্যেই দেশজুড়ে সারা বিশ্বে।
বাদ পড়েছে আলোচিত অনেক নেতা। নাম প্রকাশ হয়নি একাধিক কেন্দ্রীয় কমিটির পদমর্যাদায় দায়িত্ববান নীতির খারাপ নেতার । হেভিওয়েট অনেক নেতাও বাদ পড়েছে ঘোষণাকৃত মনোনয়নে প্রার্থী থেকে । বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে যার মধ্যে ১১৩ আসনে প্রার্থী বদল করেছে। মনোনয়নকৃত মোট প্রার্থীীর অর্ধেকেরও কিছু কম প্রার্থী বদল করেছে। যার বেশিরভাগই নতুন মুখ কিছু রয়েছে দলের প্রবীণ ত্যাগী নেতা । বিএনপি দলীয় কমিটির সিদ্ধান্তর সর্বশেষ।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।
তালিকার মধ্য থেকে নতুন করে এসব আসনে যারা স্থান পেয়েছেন, তাদের মধ্যে নতুন মুখ এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ পুরোনো হেভিওয়েট প্রার্থীরাও রয়েছেন। বিএনপি ১১৩টি আসনে নতুন প্রার্থী হিসেবে যাদের যুক্ত করেছেন, তারা হলেন, চট্টগ্রাম-২ আসনে সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ আসনে কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫ আসনে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ আসনে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনে এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনে মিশকাতুল ইসলাম চৌধুরী, কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমেদ, কক্সবাজার-৩ আসনে লুৎফর রহমান কাজল। এ ছাড়া খাগড়াছড়িতে আবদুল ওয়াদুদ ভুঁইয়া, রাঙামাটিতে দীপেন দেওয়ান ও বান্দরবানে সাচিং প্রু-কে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি।
মনোনয়নে আরো রয়েছে, দিনাজপুর-১ আসনে মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনে মো. সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়া, দিনাজপুর-৬ আসনে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, নীলফামারী-২ আসনে এ এইচ মো. সাইফুল্লাহ রুবেল, নীলফামারী-৪ আসনে মো. আব্দুল গফুর সরকার, রংপুর-১ আসনে মো. মোকাররম সুজন, রংপুর-৩ আসনে মো. সামসুজ্জামান সামু।
কুড়িগ্রাম-২ আসনে মো. সোহেল হোসেন কায়কোবাদ, গাইবান্ধা-১ আসনে খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, গাইবান্ধা-২ আসনে মো. আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা-৩ আসনে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা-৪ আসনে মোহাম্মদ শামীম কায়সার, জয়পুরহাট-১ আসনে মো. মাসুদ রানা প্রধান, জয়পুরহাট-২ আসনে আব্দুল বারী, বগুড়া-৩ আসনে আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৬ আসনে তারেক রহমান, বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়া, নওগাঁ-১ আসনে মো. মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনে মো. ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনে ইকরামুল বারী টিপু, নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলাম, রাজশাহী-১ আসনে মো. শরীফ উদ্দিন, রাজশাহী-৪ আসনে ডি এম ডি জিয়াউর রহমান, রাজশাহী-৫ আসনে অধ্যাপক নজরুল ইসলাম, নাটোর-১ আসনে ফারজানা শারমিন, নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু নতুন করে মনোনয়ন পেয়েছেন।
এ ছাড়া সিরাজগঞ্জ-২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ আসনে ভিপি আইনুল হক, সিরাজগঞ্জ-৪ আসনে এম আকবর আলী, পাবনা-৩ আসনে মো. হাসান জাফির তুহিন, পাবনা-৫ আসনে মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস, মেহেরপুর-২ আসনে মো. আমজাদ হোসেন, কুষ্টিয়া-২ আসনে রাগীব রউব চৌধুরী, ঝিনাইদহ-৩ আসনে মোহাম্মদ মেহেদী হাসান, যশোর-২ আসনে মোছা. সাবিরা সুলতানা, যশোর-৬ আসনে কাজী রওনকুল ইসলাম, খুলনা-৫ আসনে মোহাম্মদ আলী আসগর, খুলনা-৬ আসনে মনিরুল হাসান বাপ্পী, সাতক্ষীরা-২ আসনে আব্দুর রউফ, সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা-৪ আসনে মো. মনিরুজ্জামান বিএনপির নতুন তালিকায় স্থান পেয়েছেন। আসন্ন নির্বাচনে তালিকায় নতুন করে আরও যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে বরগুনা-১ আসনে মো. নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২ আসনে নুরুল ইসলাম মনি, ভোলা-৪ আসনে মো. নুরুল ইসলাম নয়ন, বরিশাল-৪ আসনে মো. রাজিব আহসান, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, পিরোজপুর-২ আসনে আহমেদ সোহেল মঞ্জুর, টাঙ্গাইল-১ আসনে ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ আসনে আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৩ আসনে এস এম ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ আসনে মো. লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ আসনে মো. রবিউল আউয়াল লাবলু, টাঙ্গাইল-৮ আসনে আহমেদ আযম খান রয়েছেন।
বিএনপির প্রার্থী তালিকার ময়মনসিংহ-১ আসনে সৈয়দ এমরান সালেহ, ময়মনসিংহ-২ আসনে মোতাহের হোসেন তালুকদার, ময়মনসিংহ-৪ আসনে মো. আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, ময়মনসিংহ-৬ আসনে মো. আখতারুল আলম, ময়মনসিংহ-৮ আসনে লুতফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-৯ আসনে ইয়াসের খাঁন চৌধুরী, নেত্রকোনা-৪ আসনে মো. লুৎফুজ্জামান বাবর নতুনভাবে স্থান পেয়েছেন। এই তালিকায় কিশোরগঞ্জ-২ আসনে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩ আসনে ড. ওসমান ফারুক, মুন্সীগঞ্জ-১ আসনে শেখ মো. আবদুল্লাহ স্থান পেয়েছেন।
ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ নবীন, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৬ আসনে আমিনুল হক, গাজীপুর-২ আসনে এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, নারায়ণগঞ্জ-১ আসনে মোস্তাফিজুর রহমান দীপু, নারায়ণগঞ্জ-৫ আসনে মো. মাসুদুজ্জামান, ফরিদপুর-৪ আসনে শহীদুল ইসলাম বাবুল, গোপালগঞ্জ-১ আসনে মো. সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ-২ আসনে ডা. এ কে এম বাবর আলী, মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লা, শরীয়তপুর-১ আসনে সাইদ আহমেদ আসলাম, সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে মোহাম্মদ কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন, সিলেট-৩ আসনে মোহাম্মদ আবদুল মালিক, সিলেট-৬ আসনে এমরান আহমেদ চৌধুরী, মৌলভীবাজার-২ আসনে সওকত হোসেন সকু নতুন প্রার্থী হিসেবে স্থান পেয়েছেন। এ ছাড়া হবিগঞ্জ-২ আসনে আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সাল, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মো. আব্দুল মান্নান, কুমিল্লা-৩ আসনে কাজী শাহ মোফাজ্জল হোসেইন কায়কোবাদ, কুমিল্লা-৪ আসনে মনজুরুল আহসান মুন্সি, কুমিল্লা-৫ আসনে মো. জসিম উদ্দিন, কুমিল্লা-৬ আসনে মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৯ আসনে মো. আবুল কালাম, কুমিল্লা-১০ আসনে মো. আব্দুল গফুর ভূঁইয়া, কুমিল্লা-১১ আসনে মো. কামরুল হুদা, চাঁদপুর-১ আসনে এহসানুল হক মিলন, চাঁদপুর-৪ আসনে মো. হারুনুর রশিদ, ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়া, ফেনী-৩ আসনে আব্দুল আউয়াল মিন্টু, নোয়াখালী-৫ আসনে মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী-৬ আসনে মোহাম্মদ মাহবুবের রহমান শামীম নতুন প্রার্থী হিসেবে মনোনীত হন।


















