বাকৃবিতে সার্ক এগ্রিকালচার সেন্টার বুক কর্ণার, ২শ গবেষণার বই
- আপডেট সময় : ১২:৩৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
বাকৃবিতে সার্ক এগ্রিকালচার সেন্টার বুক কর্ণার, ২শ গবেষণার বই
নিজেস্ব প্রতিনিধিঃ
দক্ষিণ এশিয়ার কৃষির উন্নয়ন ও কৃষি বিষয়ক জ্ঞান বৃদ্ধির লক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রিয় লাইব্রেরিতে তৈরি হয়েছে নতুন বইয়ের কর্ণার। সার্ক এগ্রিকালচার সেন্টারের অর্থায়নে বুক কর্ণারটি তৈরি করা হয়েছে। বাকৃবির কেন্দ্রিয় লাইব্রেরি সার্ক থেকে প্রায় ২শ বই পাবে। বর্তমানে পঞ্চাশটির অধিক গবেষণা বই পেয়েছে লাইব্রেরিটি। সার্ক এগ্রিকালচার সেন্টার থেকে দক্ষিণ এশিয়ার কৃষি গবেষণা ও উন্নয়ন বিষয়ক ২শ এর বেশি বই প্রকাশনা করা হয়েছে। কৃষির উন্নয়নের লক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোতে সার্কের প্রকাশনার বই গুলো দেওয়া হয়।
উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান বলেন, সার্কভূক্ত দেশের কৃষি ও প্রাণি সম্পদ বিষয়ক বিভিন্ন গবেষনার তথ্য সমৃদ্ধ বইগুলো। প্রাণিসম্পদ, পোলট্রি, ফিশারিজসহ কৃষি আবহাওয়া, বিভিন্ন ক্ষরা প্রবণ অঞ্চলে কোন ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে এ সকল তথ্য পাওয়া যাবে বইগুলোতে।
সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. মো. হারুনুর রশিদ বলেন, বই গুলোতে বাংলাদেশসহ আটটি দেশের কৃষি বিষয়ক সমস্যার সমাধানে করা বিভিন্ন গবেষণা প্রকাশনা করা হয়। বইয়ের তথ্যগুলো গবেষক, স্নাতকোত্তরের শিক্ষার্থী, পিএইচডি ফেলো এবং শিক্ষকদের গবেষণার কাজে সহয়তা করে। গবেষকরা এই বইগুলোর থেকে দক্ষিণ এশিয়ার কৃষি উন্নয়নে করা গবেষণার তথ্যগুলো রেফারে হিসেবে ব্যবহার করতে পারবে।
বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, সার্কের বইগুলো অনেক বেশি তথ্য সমৃদ্ধ। সার্কভুক্ত দেশের বিভিন্ন অঞ্চলের কৃষি বিষয় তথ্য বইগুলো থেকে সহজেই পেতে পারবে শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে করে গবেষকরা দেশীয় কৃষি সংশ্লিষ্ট তথ্য ব্যবহার করে টেকসই উন্নয়ন করা সম্ভব হবে।