বাকৃবিতে বিদেশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ২০০ বার পড়া হয়েছে
বাকৃবিতে বিদেশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ, নেপাল ও মালয়েশিয়ার প্রায় ১৫০ জন শিক্ষার্থীদের মধ্যে এক সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮মার্চ) সকাল ৯ টায় বাকৃবি লিও ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের চাষী ভবনে ‘লিও স্কুলিং প্রোগ্রাম এন্ড বাউ ফরেন স্টুডেন্ট নাইট’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বিকাল ৩টায় সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। এ সময় তিন দেশের পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোষাক, খাবার, শিল্প, ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন করে।
অনুষ্ঠানে বাকৃবি লিও ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. কে. এইচ. এম নাজমুল হুসাইন নাজির বলেন, সমৃদ্ধশালী বাংলাদেশের সংস্কৃতি বহিঃবিশ্বে প্রচারের উদ্দেশ্যেই এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরের দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে ও শ্রদ্ধাশীল হবে। বিশ্বের প্রতিটি দেশই চায় তাদের সংস্কৃতি অন্যান্য দেশে প্রচার হোক। বাকৃবিতে প্রতিবছরই অনেক বিদেশী শিক্ষার্থী পড়াশোনা করতে আসে। এমন অনুষ্ঠানের মাধ্যমে সবার মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো. তানভীর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ , অধ্যাপক ড. বাপন দে, সহযোগী অধ্যাপক ড. মো. গোলজার হোসেন।