ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে রায়পুর, নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ভ্রাম্যমাণ আদালতের সামনে যাত্রীকে পেটালেন শ্রমিকরা বিএনপি চেয়ারপারসন’র উপদেষ্টা আসলাম চৌধুরীর চন্দ্রনাথ মন্দির পরিদর্শন একতা সংঘের উদ্যোগে রজত জয়ন্তী ও বাসন্তী পূজা উদযাপন কালীগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত চীনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় গৌরবের ঐতিহ‍্যের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্ত উৎসব বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন যশোরের পুলেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও দুই মেয়ে নিহত লোহাগাড়ায় দুর্ঘটনায় আহতদের পরিদর্শনে:উপদেষ্টা ফারুক ই আজম ও মেয়র শাহাদাত যশোরে ঈদ মেলায় ফুচকা খেয়ে দুই শতাধিক অসুস্থের ঘটনায় বিক্রেতা আটক

বাকৃবিতে টাঙ্গাইল সমিতির ইফতার, নবীন বরণ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) টাঙ্গাইল জেলা সমিতির উদ্যোগে ইফতার মাহফিল, নবীন বরণ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রথম বর্ষের ৪৫ জন এবং দ্বিতীয় বর্ষের ৪০ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নিয়েছে জেলা সমিতিটি।

বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা সমিতির সাধারণ সম্পাদক খালিদ হাসানের সঞ্চালনায় ও সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়া টাঙ্গাইল জেলা সমিতির সদস্যগণ, বাকৃবির বিভিন্ন অনুষদ ও দপ্তরের টাঙ্গাইল জেলার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এ সময় টাঙ্গাইল জেলার ছয়জন শিক্ষকসহ বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানকে সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষকেরা হলেন- বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, শহীদ শামসুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল, তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলী, কৃষিকন্যা হলের প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামান, শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. বদিউজ্জামান খান, টাঙ্গাইল জেলা সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মহির উদ্দিন।

জেলা সমিতির সাধারণ সম্পাদক খালিদ হাসান বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে টাঙ্গাইল জেলা সমিতি বরাবরই টাঙ্গাইলের ঐতিহ্য এবং সংস্কৃতিকে বহন করে। সেই ধারাবাহিকতায় এবারও নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন শিক্ষকবৃন্দসহ ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান ভাইকে সম্মাননা প্রদান করা হয়েছে। ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য আমার ব্যক্তিগত এবং টাঙ্গাইল জেলা সমিতির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান বলেন, সিয়াম সাধনার মাস রমজান আসে মানুষের মন পরিশুদ্ধ করার জন্য। নবীনরা আসে কলকাকলিতে ক্যাম্পাস ভরিয়ে রাখতে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টাঙ্গাইল জেলা সমিতি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল, নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সকল সাধারণ শিক্ষার্থী, নবীনরা ও শিক্ষক মণ্ডলীর উপস্থিতিতে সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হলো। আগামী দিনগুলোতে এটি বিশ্ববিদ্যালয়ে মাইলফলক হয়ে থাকবে। ভবিষ্যতে এই ধারাবাহিকতায় আরও বড় অনুষ্ঠানের মাধ্যমে সকলকে সঙ্গে নিয়ে পালন করার আশা ব্যক্ত করছি।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্র বিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যার ওপর গুরুদায়িত্ব রয়েছে বাংলাদেশের ১৭-১৮ কোটি মানুষের খাদ্যের যোগান নিশ্চিত করা। আমি মনে করি, এই দায়িত্ব অতীতেও সফলভাবে পালন করেছে বাকৃবি, এবং ভবিষ্যতেও করবে। শুধু আমি নই, বাংলাদেশের আপামর জনসাধারণও বিশ্বাস করে যে দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ব্যাপক ভূমিকা রেখেছে।

নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা এখানে ভর্তি হতে পেরেছো, যা গর্বের বিষয়। বাকৃবির শিক্ষার্থীরা সবক্ষেত্রেই কৃতিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। নতুনদের প্রতি আমার আশা, তোমরা ভালো ফলাফল অর্জন করবে এবং গবেষণায়, সরকারি চাকরিতে বা অধ্যাপক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। যদি কখনো কোনো সহায়তার প্রয়োজন হয়, আমরা তা করার জন্য প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমি এই প্লাটফর্মটি তৈরী করেছি এ দেশের সাধারণ মানুষের কন্ঠস্বর হিসাবে পরিচালিত করার জন্য।আমরা অবিরত থাকবো সততা নিয়ে সত্যের সাথে। দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা এ দেশের নির্যাতিত ও নিপীড়িত গনমানুষের কথা বলবে এবং সত্য প্রকাশে থাকবে আপোষহীন।
ট্যাগস :

বাকৃবিতে টাঙ্গাইল সমিতির ইফতার, নবীন বরণ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত 

আপডেট সময় : ১১:২৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) টাঙ্গাইল জেলা সমিতির উদ্যোগে ইফতার মাহফিল, নবীন বরণ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রথম বর্ষের ৪৫ জন এবং দ্বিতীয় বর্ষের ৪০ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নিয়েছে জেলা সমিতিটি।

বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা সমিতির সাধারণ সম্পাদক খালিদ হাসানের সঞ্চালনায় ও সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এছাড়া টাঙ্গাইল জেলা সমিতির সদস্যগণ, বাকৃবির বিভিন্ন অনুষদ ও দপ্তরের টাঙ্গাইল জেলার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এ সময় টাঙ্গাইল জেলার ছয়জন শিক্ষকসহ বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানকে সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষকেরা হলেন- বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, শহীদ শামসুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল, তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলী, কৃষিকন্যা হলের প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামান, শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. বদিউজ্জামান খান, টাঙ্গাইল জেলা সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মহির উদ্দিন।

জেলা সমিতির সাধারণ সম্পাদক খালিদ হাসান বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে টাঙ্গাইল জেলা সমিতি বরাবরই টাঙ্গাইলের ঐতিহ্য এবং সংস্কৃতিকে বহন করে। সেই ধারাবাহিকতায় এবারও নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন শিক্ষকবৃন্দসহ ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান ভাইকে সম্মাননা প্রদান করা হয়েছে। ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য আমার ব্যক্তিগত এবং টাঙ্গাইল জেলা সমিতির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান বলেন, সিয়াম সাধনার মাস রমজান আসে মানুষের মন পরিশুদ্ধ করার জন্য। নবীনরা আসে কলকাকলিতে ক্যাম্পাস ভরিয়ে রাখতে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টাঙ্গাইল জেলা সমিতি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল, নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সকল সাধারণ শিক্ষার্থী, নবীনরা ও শিক্ষক মণ্ডলীর উপস্থিতিতে সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হলো। আগামী দিনগুলোতে এটি বিশ্ববিদ্যালয়ে মাইলফলক হয়ে থাকবে। ভবিষ্যতে এই ধারাবাহিকতায় আরও বড় অনুষ্ঠানের মাধ্যমে সকলকে সঙ্গে নিয়ে পালন করার আশা ব্যক্ত করছি।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্র বিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যার ওপর গুরুদায়িত্ব রয়েছে বাংলাদেশের ১৭-১৮ কোটি মানুষের খাদ্যের যোগান নিশ্চিত করা। আমি মনে করি, এই দায়িত্ব অতীতেও সফলভাবে পালন করেছে বাকৃবি, এবং ভবিষ্যতেও করবে। শুধু আমি নই, বাংলাদেশের আপামর জনসাধারণও বিশ্বাস করে যে দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ব্যাপক ভূমিকা রেখেছে।

নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা এখানে ভর্তি হতে পেরেছো, যা গর্বের বিষয়। বাকৃবির শিক্ষার্থীরা সবক্ষেত্রেই কৃতিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। নতুনদের প্রতি আমার আশা, তোমরা ভালো ফলাফল অর্জন করবে এবং গবেষণায়, সরকারি চাকরিতে বা অধ্যাপক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। যদি কখনো কোনো সহায়তার প্রয়োজন হয়, আমরা তা করার জন্য প্রস্তুত।