বাকৃবিতে কৃষি অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশীপের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (সম্মান) শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশীপ প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান। সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক সিনথিয়া আফসানা খেয়া ও প্রভাষক তাওসিফ আল আফ। স্বাগত বক্তব্য রাখেন ইন্টার্নশীপ ম্যানেজমেন্ট সেলের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মাসুম আহমাদ। এ সময় ইন্টার্নশীপে অংশগ্রহণকারী দুই শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করেন।
উপাচার্য তার বক্তব্যে শিক্ষার্থীদের ইন্টার্নশীপ সফলভাবে সম্পন্ন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, মাঠপর্যায়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় শিক্ষার্থীদের আরও দক্ষ করে তুলেছে। অনুষদের শিক্ষক-কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, “বাকৃবি সৌভাগ্যবান, কারণ এখানকার প্রতিটি অনুষদই ইন্টার্নশীপ প্রোগ্রামের আওতায় এসেছে। সীমাবদ্ধতার মাঝেও আমরা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি।” পাশাপাশি শিক্ষার্থীদের মাতৃসম এই বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানান উপাচার্য।
পরে প্রধান অতিথি ইন্টার্নশীপ সফলভাবে সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, সিনিয়র শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।
উল্লেখ্য, দুই মাসব্যাপী ৫ ক্রেডিটের এই ইন্টার্নশীপ প্রোগ্রামে ২১টি গ্রুপে ভাগ হয়ে ৬ জন বিদেশিসহ মোট ৩১৫ জন শিক্ষার্থী অংশ নেন। এ প্রোগ্রাম বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিক সহযোগিতা করেছে।