বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার সুধী সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:৫২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধিঃ-
বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।। শুক্রবার (১৭ ই জানুয়ারি ) বিকাল ৩ টার সময় নলতা হাটখোলা ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন আমীর মাস্টার আকবার আলীর সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সাবেক আমীর ও কেন্দ্রীয় সূরা ও কর্ম পরিষদ সদস্য সাতক্ষীরা – ৩ আসনের জামায়াতের মনোনীত নমিনি মুফতি মুহাদ্দীস মাওলানা রবিউল বাশার। বিশেষ অতিথিদের মধ্যে আলোচনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কালীগঞ্জ উপজেলা আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা সেক্রেটারী ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা যুব বিভাগের টিম সদস্য সাবেক ছাত্রনেতা মাওলানা আশরাফ হোসেন,জেলা সুরাও কর্ম পরিষদ সদস্য কাজী মাওলানা মোজাহিদুল আলম, ডাক্তার আজিজুর রহমান, অন্যান্যদের মধ্যে আলোচনা করেন মাওলানা আবু দাউদ আনসারী, আলহাজ্ব আইয়ুব হোসেন,ইউপি সদস্য আব্দুল মজিদ, রফিকুল ইসলাম, আলহাজ্জ রুহুল আমিন প্রমুখ।