বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সোনাগাজী পৌর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:৩৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী জেলা স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সোনাগাজী পৌর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে সভাপতিত্ব করেন সোনাগাজী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সালাউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সাহাকুল ইসলাম সবুজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, প্রচার সম্পাদক আলাউদ্দিন, দপ্তর সম্পাদক এম কে আর সূর্য, সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক মারুফ এবং সদস্য সচিব আবুল মনসুর সবুজ।
কর্মী সম্মেলনে সোনাগাজী পৌর স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।