বাংলাদেশে মারমা ছাত্র ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার ১৬ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন

- আপডেট সময় : ০৩:২৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ মুক্তার হোসাইন,(চট্টগ্রাম প্রতিনিধি)
আজ ১০ জানুয়ারি রোজ শুক্রবার সকাল ১১ টায় বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে ১৬ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করা হয়েছে,থোয়াইঅংগ্য চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কান্দি মারমা টনি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা মেম্বার, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি,চাইলাপ্রু কারবারি, উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিয়ে মগ,সাংগঠনিক সম্পাদক থোয়াইঅংগ্য, সহ সভাপতি আব্রে মারমা, সহ সভাপতি থুইচাই মারমা,জেলা যুব ঐক্য পরিষদ যুগ্ন সম্পাদক নিউসাই মারমা,যুব নেতা চাইথোয়াই মারমা,মাংসাথোয়াই মারমা,ছাত্র ঐক্য পরিষদ সিনিয়র সহ সভাপতি পাইহ্লাপ্রু মারমা,যুগ্ন সম্পাদক উসাচিং চৌধুরী, সাংগঠনিক সম্পাদক থোয়াইউখই চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক চাইংওয়াপ্রু মারমা সহ যুব ও ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।