বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশনের নাম জানেন
- আপডেট সময় : ০৪:২২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
মোঃ আসাদুজ্জামান আসাদ জাগতি রেলওয়ে স্টেশন থেকে
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-
ছবিতে যে স্টেশনটি দেখছেন এটি বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন। ১৮৬২ সালে এই স্টেশনটি উদ্বোধন করা হয়। জাগতি রেলওয়ে স্টেশন বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন। কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন এবং পোড়াদহ রেলওয়ে জংশনের মাঝ বরাবর এই স্টেশনটি অবস্থিত। রেলওয়ের ঐতিহ্য জগতি স্টেশন রেলের ইতিহাসে কালের সাক্ষী হয়ে আছে কুষ্টিয়ার জগতি স্টেশন। এটিই এদেশের প্রথম রেল স্টেশন। ব্রিটিশ আমলে কলকাতার শিয়ালদহ থেকে কুষ্টিয়া পর্যন্ত যাতায়াতে ১৮৬২ সালে এ স্টেশনটি চালু করা হয়। ১৮৪৪ সালে আর. এম স্টিফেনসন কলকাতার কাছে হাওড়া থেকে পশ্চিম বাংলার কয়লাখনি সমৃদ্ধ রানীগঞ্জ শহর পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি গঠন করেন। এ কোম্পানি ১৮৫৪ সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ৩৮ কিলোমিটার রেললাইন চালু করে। এরপর ১৮৬২ সালের ২৯ সেপ্টেম্বর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রাণাঘাট পর্যন্ত রেলপথ চালু করে। এই লাইনকেই বর্ধিত করে ওই বছরের ১৫ নভেম্বর কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩.১১ কিলোমিটার ব্রডগেজ রেললাইন শাখা উন্মোচন করা হয়। সে সময়ই প্রতিষ্ঠিত হয় পূর্ববঙ্গের প্রথম রেলওয়ে স্টেশন জগতি। পরে ঢাকার সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে ১৮৭১ সালের ১ জানুয়ারি জগতি থেকে বর্তমান রাজবাড়ী জেলার পদ্মানদী তীরবর্তী গোয়ালন্দঘাট পর্যন্ত রেললাইন চালু করা হয়। সে সময় মানুষ কলকাতা থেকে ট্রেন করে জগতি স্টেশন হয়ে গোয়ালন্দঘাটে যেতেন। সেখান থেকে স্টিমারে পদ্মানদী পেরিয়ে চলে যেতেন ঢাকায়। কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে দেশের সেই প্রথম রেলওয়ে স্টেশন জগতি।
বর্তমানে রেলওয়ে স্টেশনটির অবস্থা খুবই বেহাল।লাল ইটের সেই ঐতিহাসিক ভবনটি আজ করুন অবস্থায় টিকে আছে।