বাঁধন বুটেক্স ইউনিটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:২৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:-
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ইউনিট এর ইফতার ও দোয়া মাহফিল – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও সংগঠনটির কয়েকশ কর্মী ইফতারে অংশ নেন।
গতকাল শুক্রবার (২২ ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বাঁধনের (ঢাকা সিটি জোন) সভাপতি রবিউল ইসলাম, কেন্দ্রীয় প্রতিনিধি মো: শাকিল আহাম্মেদ, বুটেক্স ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মিরাজুল ইসলাম মিরান, বাঁধনের (বুটেক্স ইউনিট) উপদেষ্টাগণ ও অন্যান্য কর্মী সহ সাধারণ শিক্ষার্থী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঁধনের (বুটেক্স ইউনিট) সাধারণ সম্পাদক আফিফ ইসলাম সাজিদ। এদিন ইফতারের পূর্বে উপস্থিত নবীন কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাঁধন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন বাঁধন বুটেক্স ইউনিট সহ ঢাকা সিটি জোন থেকে আগত সম্মানিত ব্যক্তিগণ। এছাড়াও নবীনরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
বাঁধনের (বুটেক্স ইউনিট) সভাপতি ইমন কুমার সাহা বলেন, পবিত্র রোজার মাসে সৃষ্টিকর্তা আমাদের সকল রক্তদাতা, সংশ্লিষ্ট কর্মীদের পরিশ্রম কবুল করে নিক এবং আমাদের বাঁধনের লক্ষ্য পূরনে সহায় হোক এইটাই চাওয়া।
সংগঠনটির সাধারণ সম্পাদক আফিফ ইসলাম সাজিদ বলেন, রমজান মাসের পবিত্রতা ছড়িয়ে পড়ুক। আমরা যেন আরও মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি এটাই কামনা করছি।
তিনি আরো জানান, সাধারণ শিক্ষার্থী ও স্বেচ্ছায় রক্তদানকারীদের মধ্যে এ আয়োজন ভ্রাতৃত্ব বন্ধন কে আরো সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি।
সংগঠনটির কার্যনির্বাহী সদস্য মাহামুদুল হাসান শিহাব জানায়, সবাই মিলে ইফতার করাটা আমাদের কাছে অনেক আনন্দের বিশেষ করে সবার একসাথে হয়ে মাগরিবের আযানের সাথে সাথে মিলেমিশে খাওয়াটা। বাঁধনের সাথে আজকে এই ইফতার মাহফিলে কাজ করতে পেরে ভালোলাগাই কাজ করছে।