বাঁধন” খুবি ইউনিটের দায়িত্ব হস্তান্তর ও রক্তদাতা সংবর্ধনা অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৪:৪৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে
“বাঁধন” খুবি ইউনিটের দায়িত্ব হস্তান্তর ও রক্তদাতা সংবর্ধনা অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাপ্রণোদিত সংগঠন “বাঁধন- খুলন বিশ্ববিদ্যালয় ইউনিট” এর উদ্যোগে আজ ১৫ ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকাল চারটা সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে চড়ুইভাতি, দায়িত্ব হস্তান্তর ও রক্তদাতা সংবর্ধনা সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাঁধনের নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন ডিসিপ্লিনের মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের রিদয় কুমার রায় এবং জোনাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছে ফার্মেসি ডিসিপ্লিনের সাইফ নেওয়াজ।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি-১ ফারদিন এহসান সাঁচি, সহ সভাপতি- ২ আলী হাসান ইমন, সহ-সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হানুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, কোষাধাক্ষ পদে কামরুন নাহার, দপ্তর সম্পাদক মোঃ শাহরিয়ার সিদ্দিক, তথ্য ও শিক্ষা সম্পাদক মোঃ নাইমুল বাশার।
এছাড়াও অনুষ্ঠানে ৫ জনকে রক্তদাতা সংবর্ধনা এবং ১২ জনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর খান গোলাম কুদ্দুস, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক রাজু রায় এবং সংগঠনের উপদেষ্টা মোঃ আবদুল্লাহ আল মামুন।