বরিশালে ভিডিপি দিবস উদযাপন

- আপডেট সময় : ১০:২৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

বরিশাল বিভাগীয় প্রতিনিধি:-
শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ বছরেও বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জেলা কমান্ড্যান্টের কার্যালয়, বরিশাল এ ভিডিপি দিবস পালিত হয়েছে।১৯৭৬ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে দেশের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে, আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তামূলক কাজে সহায়তা প্রদান করে এবং সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব (সড়ক নিরাপত্তা, নির্বাচন, দুর্গাপূজা ইত্যাদি) পালন করে ভিডিপি সদস্যরা জনমনে আস্থার জায়গা করে নিয়েছেন।রবিবার (৫ জানুয়ারি)জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, বরিশাল এ ০৯৩০ ঘটিকায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভিডিপি দিবস এর উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বরিশাল এর জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বিএএম। আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট, মোহাম্মদ মাসুদুর রহমান, বিএএমএস; সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ চুন্নু মিয়া, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা ও অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। সকাল সাড়ে ৯ টায় বরিশাল জেলাধীন বিভিন্ন উপজেলা হতে আগত ভিডিপি সদস্যদের একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, বরিশাল হতে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়, বরিশাল এর প্রধান ফটক এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। সকাল ১০ টায় জেলা কার্যালয়ে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে অংশগ্রহন করে আনসার ভিডিপি সদস্যরা স্বতঃস্ফূতভাবে রক্ত দান করেন। ভিডিপি দিবসে আগত ভিডিপি সদস্যরা বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ, গৃহপালিত পশুপালন, মৎস্যচাষ, বৃক্ষরোপনসহ বিভিন্ন কার্যক্রমকে বেগবান করার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।