বরিশালে বাকেরগঞ্জে ২ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

- আপডেট সময় : ০৫:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে

আশরাফ, বরিশাল ক্রাইম রিপোর্টার:-
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের দক্ষিণ কাজলাকাঠী গ্রামে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।মামলা সূত্রে জানা যায়, দক্ষিণ কাজলাকাঠী গ্রামের মৃত আব্দুর রব হাওলাদারের পুত্র সুজন হাওলাদার, রুবেল হাওলাদার ও সজল হাওলাদার এবং মৃত সেকান্দার খানের পুত্র রশিদ খানসহ চারজনকে আসামি করা হয়েছে। মামলা সূত্রে আরও জানা যায়, কাজলাকাঠী গ্রামের ভুক্তভোগী ওই নারী বিবাহের পর স্বামীর সঙ্গে ঘর-সংসার না হওয়ায় স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছেন।প্রতিবেশী সুজন হাওলাদার বিভিন্ন সময়ে ওই নারীর বাবার বাড়িতে আসত এবং তাকে বিবাহের প্রলোভন দেখাত। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর সুজন তাকে বিবাহের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। সম্প্রতি সময়ে ভুক্তভোগী ওই নারীর পরিবারের সবাই তার মামার বাড়িতে বেড়াতে গেলে, রাতে বাড়িতে কেউ না থাকায় তিনি একাই বাবার ঘরে অবস্থান করছিলেন।ওই রাতেই রাত ১১টার দিকে সুজন বসতঘরের পিছনের দরজা দিয়ে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগী ওই নারীর মা জানান, “আমার স্বামী ঢাকায় বসবাস করেন। আমি আমার এই মেয়েকে নিয়েই ঘরে থাকি। আমাদের ঘরে কোনো পুরুষ সদস্য নেই। আমাদের অসহায় দেখে প্রতিবেশী সুজন আমার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে। এখন আমরা মামলা করায় আসামিরা আমাদের হুমকি দিচ্ছে।বলছে, মামলা তুলে না নিলে আমাদের ‘দেখিয়ে’ দেবে। এমন অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” ভুক্তভোগী পরিবার আসামিদের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে।