বরিশালে অভিযানে কোটি টাকার অবৈধ জাল জব্দ

- আপডেট সময় : ০৯:৪০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
বরিশালের মুলাদী ও বাবুগঞ্জ উপজেলাধীন তিনটি নদীতে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
তিনি জানান, মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ, নয়া ভাঙ্গনী, মুলাদী পাতার চর নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও র্যাব ৮-এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে আটটি পাই জাল, ছয়টি মশারি জাল, ১৬টি চরঘেরা জালসহ ২০ হাজার মিটার কারেন্ট জাল (যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা) জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন। অভিযানে মৎস্য অধিদপ্তর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, র্যাব ৮ বরিশালের ডিএডি, মুলাদী থানা পুলিশ উপস্থিত ছিলেন।
I’m really impressed with your writing abilities as well as with the layout on your blog. Is this a paid theme or did you modify it your self? Anyway stay up the nice quality writing, it is rare to peer a great weblog like this one nowadays!