বরিশালের গৌরনদীতে বিএনপির বিক্ষোভ ও গণ-অবস্থান কর্মসূচী পালন

- আপডেট সময় : ০৭:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

মো: আশরাফ,বরিশাল ক্রাইম রিপোর্টার :-
ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন ও ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবীতে আগামি ডিসেম্বরের মাঝে জাতীয় সংসদ নির্বাচন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র পদে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবীতে ঢাকা-বরিশাল হাইওয়েতে গণ-অবস্থান কর্মসূচী পালন করা হয়। আজ ২২ মে সকাল ১০টায় ঢাকা-বরিশাল হাইওয়ের গৌরনদী বাসস্টান্ডে বিক্ষোভ ও গণ-অবস্থান কর্মসূচী পালিত হয়।গৌরনদী ও আগৈলঝাড়া বাসীর আয়োজনে বিপুল সংখ্যক সাধারণ মানুষ কর্মসূচীতে অংশ নেন। গৌরনদী কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের প্রতি আগামি ডিসেম্বরের মাঝে নির্বাচন আয়োজনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবী জানান। একই সাথে তারা কোনো তালবাহানা না করে অবিলম্বে আদালতের রায় মেনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবী জানান। সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের বিভিন্ন দিক
প্রদর্শন করা হয়।গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত জমায়েত ও গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান,আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বসির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু। ছিলেন আগৈলঝাড়ায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।