বরিশালের গৌরনদীতে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন পালিত
- আপডেট সময় : ০১:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
আশরাফ উদ্দিন বরিশাল জেলা প্রতিনিধিঃ-
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য কর্মসূচি উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠন সংগঠনের আয়োজনে পালন করা হয়েছে।রবিবার বিকেল ৪টায় দলীয় কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বরিশাল-ঢাকা মহাসড়ক হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে র্যালি, আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু সাঈদ নান্টু, উপজেলা ভাইচ চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ হোসেন মুন্সি, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান শামিম,উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিচুর রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক টিটু, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, সৈয়দ নজরুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সরদার আবদুল হালিম,উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভুঁইয়া, সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ,পৌর স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মোঃ স্বপন হাওলাদার, গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি পৌর কাউন্সিলর মোঃ শাখাওয়াত হোসেন সুজন, পৌর ছাত্রলীগের সভাপতি কাউন্সিলর মিলন খলিফা, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ নাহিয়ান হোসেন রাতুল সহ উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের দোয়া মোনাজাত পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ মসজিদের পেস ইমাম মোঃ মহিউদ্দিন খান।