বরিশালের গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্থতি দিবস অনুষ্ঠিত।
- আপডেট সময় : ১২:৩৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
আশরাফ উদ্দিন বরিশাল জেলা প্রতিনিধিঃ-
দুর্যোগ প্রস্তুতিতে লড়বো
স্মাট সোনার বাংলা গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ গৌরনদী’র আয়োজনে রবিবার দুপুরে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক পদক্ষিন করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা উপজেেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সালাউদ্দীন,মৎস্য অফিসার আবুল বাসার,খাদ্য অফিসার অশোক কুমার চৌধুরী,সমবায় অফিসার আফসানা শাখী, মেজবাহ উদ্দিন,দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন,সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ফায়ার সার্ভিস এর সদস্যবৃন্দ অন্যান্যরা উপস্থিত ছিলেন।