বরিশালের আগৈলঝাড়ায় ভূমি মেলা উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:১৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

মো:আশরাফ,বরিশাল ক্রাইম রিপোর্টার:-
আগৈলঝাড়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে রোজ সোমবার সকালে ভূমি অফিসের সামনে থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে উপজেলা হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, ভূমি অফিসের পেশকার সোহেল আমিনসহ উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ ও সেবা গ্রহীতা।
আলোচনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন বলেন, বাংলাদেশে অনলাইন ভূমি সেবা একটি নতুন ধারণা, এখনো অনেকেই এর সঙ্গে পরিচিত নয়। তাই স্বল্প সময়ে সাধারণ মানুষকে এ বিষয়ে অবহিত করতে ব্যাপক প্রচার ও ক্যাম্পেইন চালানো হবে।
ভূমি সেবা যেন হয় নিরবচ্ছিন্ন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন বলেন, নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে জমির মালিকানা নিশ্চিত করা যায় এবং সেবা গ্রহণ সহজ হয়। ভূমি সংক্রান্ত সচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।