বরিশালের আগৈলঝাড়ায় দেশি মদ ও গাঁজাসহ পাঁচজন গ্রেফতার

- আপডেট সময় : ০৯:৩৯:২২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

বরিশাল বিভাগীয় প্রতিনিধঃ-
বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমানের দেশী মদ ও গাঁজাসহ স্বামী স্ত্রীসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আগৈলঝাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম রাজিহার (দর্জিরপাড়) গ্রামের সুশান্ত সরকারের বাড়িতে কয়েকজন মিলে মদ পান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সমীর রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে সুশান্ত সরকার, পলাশ মল্লিক, ননী মন্ডল,জন গাইন ও সুশান্ত সরকারের স্ত্রী শ্রাবণী গাইনসহ ৫ জন কে ৫০ লিটার দেশীয় চোলাই মদ সহ ১শত ১০ গ্রাম গাঁজাসহ মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানার এসআই সমীর রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গতকাল বুধবার বিকেলে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের বুধবার সন্ধ্যায় বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।