সংবাদ শিরোনাম :
বগুড়াতে ফেনসিডিল সহ নারী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
বগুড়াতে ফেন্সিডিল সহ এক নারী আটক
ক্রাইম রিপোর্টার:
বগুড়ায় ৭৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর পৌণে ১ টার দিকে সদরের নুনগোলা ইউনিয়নের কুকরুল মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ওই আসামির নাম সুমা খাতুন (২৫)। তিনি কুকরুল গ্রামের আঃ হামিদের মেয়ে।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুমা খাতুন নামে ওই নারীকে আটক করা হয়। এরপর আসামির তথ্য মতে সরিষার পলের ভেতর থেকে পাঁচটি প্লাস্টিকের সাদা বস্তার মধ্যে ৭৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আসামি সুমা খাতুন দীর্ঘদিন ধরেই জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলো।
আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।