বইমেলায় নজরুল বিশ্ববিদ্যালয়ের দুইটি গ্রন্থের মোড়ক উন্মোচন
- আপডেট সময় : ১১:৪২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
বইমেলায় নজরুল বিশ্ববিদ্যালয়ের দুইটি গ্রন্থের মোড়ক উন্মোচন
নিজেস্ব প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর দুইটি গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয় বাংলা একাডেমির বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ কর্তৃক প্রকাশিত এম. আবদুর রহমান রচিত গ্রন্থ ‘কিশোর নজরুল’ এবং জনসংযোগ দপ্তর কর্তৃক প্রকাশিত ‘কর্ম সঞ্চিতা’ ২য় সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়।
গতকাল ২৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সোমবার অমর একুশে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে গ্রন্থ দুইটির মোড়ক উন্মোচন করা হয়।
গ্রন্থ দুইটির মোড়ক উন্মোচন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, জতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনী খিলখিল কাজী, উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা, উপ-উপাচার্য ড. গৌরগোবিন্দ গোস্বামী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ।
‘কিশোর নজরুল’ গ্রন্থটি ১৯৬৩ সালে প্রথম প্রকাশিত হয়। এ গ্রন্থে কাজী নজরুল ইসলামের শৈশব ও কৈশোরের জীবন কাহিনি বর্ণিত হয়েছে। আর ‘কর্ম-সঞ্চিতা’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে প্রদত্ত সংবাদ বিজ্ঞপ্তি সংকলন।