ফেনী শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়
- আপডেট সময় : ০৫:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী:অনুমোদনহীন এক্স-রে চালানোর দায়ে ফেনীতে ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে বন্ধ ঘোষণা।
ফেনী সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জানা যায়, উক্ত ডায়াগনস্টিক সেন্টারটি বিগত কিছুদিন ধরে বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের অনুমোদন ছাড়াই এক্স-রে কার্যক্রম পরিচালনা করে আসছিল। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে বারবার নিষেধাজ্ঞা প্রদান সত্ত্বেও প্রতিষ্ঠানটি নিয়মবহির্ভূতভাবে এক্স-রে চালু রেখেছিল।
অভিযানে জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার (নেজারত শাখা) জিমরান মোহাম্মদ সায়েক। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন এবং ডা. মো. রাশেদুল হাসান।
অভিযান শেষে ডায়াগনস্টিক সেন্টারটির এক্স-রে বিভাগ লাইসেন্স না পাওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় এবং ‘মেডিকেল প্র্যাকটিশনার ও বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অধ্যাদেশ ১৯৮২’-এর ১৩(২) ধারায় প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানা করা হয়।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, জনগণের স্বাস্থ্যসেবা যেন নিরাপদ ও সঠিকভাবে প্রদান করা হয়— সে লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।




















