ফেনী জেলা সোনাগাজী উপজেলায় ব্রাফা’র দ্বিবার্ষিক সম্মেলন ও কমিটি ঘোষণা করা হয়

- আপডেট সময় : ১২:৩১:২০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠন (ব্রাফা’র) সোনাগাজী উপজেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন পৌর শহরের হারবি কনভেনশন সেন্টার অনুষ্ঠিত হয়।
ক্যাপ্টেন (অব:) আবুল হাশেমের সভাপতিত্বে ও সার্জেন্ট (অব:) জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর (অব:) সোলাইমান।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে
সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) মোঃ ইসমাইল হোসেন কে সভাপতি ও সার্জেন্ট (অব:) লিয়াকত আলী কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ আবদুল হক, সহ-সভাপতি জসিম উদ্দিন, শেখ ফরিদ, সহ সাধারণ সম্পাদক মো. রবিউল হক, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম বাবুল, কোষাধ্যক্ষ মোজাম্মেল হক, প্রচার সম্পাদক নুরুল আফছার, দপ্তর সম্পাদক আবুল খায়ের, সমাজ কল্যাণ সম্পাদক আলমগীর হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আবু ইউসুফ, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন।
এছাড়া নির্বাহী সদস্য মহি উদ্দিন, আবদুল মতিন, আবদুল হালিম, মাহবুবুল হক, মোবারক হোসেন, আবদুর রহমান, মোঃ শাহ আলম, এনায়েত উল্যাহ, শাহনেওয়াজ, মোঃ ফজলুল হক, জিয়াউল হক, আনোয়ার হোসেন ও মোঃ সোহেল।
অনুষ্ঠানে সোনাগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।