ফেনী জেলা সোনাগাজী উপজেলা ৪ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়

- আপডেট সময় : ০৫:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, ফেনী স্টাফ রিপোর্টার:
সোনাগাজী উপজেলার ৪ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) দিনব্যাপী সোনাগাজীতে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
মতিগঞ্জ, চরদরবেশ, চরচান্দিয়া ও সোনাগাজী সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাকর্মীরা অংশ নেন।
উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক মারুফের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল মঞ্জুর সবুজের সঞ্চালনায় কর্মী সভায় অতিথি ছিলেন জেলা কৃষকদলের সাধারন সম্পাদক সামছুদ্দিন খোকন,
উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বোরহান উদ্দিন।
সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে নতুন নেতৃত্ব বাছাই করা হচ্ছে। এবং বিগত আওয়ামী সরকার ১৭ বছরে নির্যাতিত ও যোগ্য ব্যক্তিদের বাচাই করে স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করাই কর্মীসভার মুল উদ্দেশ্য।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ছায়েদ সেলিম, যুগ্ম-আহ্বায়ক আমির হোসেন দুলাল, শাহরিয়ার ইসলাম তুষার, মেজবাহ উদ্দিন মোরশেদ, আবদুল আউয়াল, কেএম ফখরুদ্দিন ফারুক, ইমাম হোসেন এনাম সহ চারটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।