ফেনীতে ২৮ কেজি গাঁজাসহ ২ মাদককারবারি আটক করেছে র্যাব
- আপডেট সময় : ০১:১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:ফেনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ ২ মাদককারবারিকে আটক করেছে ফেনীস্থ র্যাব-৭। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, ১৬ নভেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাজারী রোডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদককারবারিদের আটক করা হয়। র্যাব-৭ এর একটি টিম ওই এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন একটি মাইক্রোবাস তল্লাশি করে। গাড়ির পেছনে লুকানো অবস্থায় দুটি ব্যাগে মোট ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন মো. রিমন হোসেন (২০) এবং শাহীন হোসেন শামীম (১৯)। রিমন হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মো. আফজাল হোসেনের ছেলে এবং শাহীন হোসেন শামীম কুমিল্লা ১৪ গ্রাম উপজেলার আবদুল ওহাবের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আফজাল হোসেন জামাতের রাজনীতির সাথে জড়িত।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। আটককৃত মাদককারবারিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার এবং মিডিয়া পরিচালক এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, “আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি র্যাব মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।”



















