ফুলগাজীতে ধানের শীষের সমর্থনে গোলাপ মজুমদারের বাড়ি বাড়ি গণসংযোগ

- আপডেট সময় : ০২:২৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,ফেনী জেলা স্টাফ রিপোর্টার: ফেনীর ফুলগাজীতে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে ফুলগাজী সদর ইউনিয়নের বিজয়পুর এলাকায় তিনি কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের সমর্থনে প্রচারণা চালান।
এসময় শতাধিক কর্মী-সমর্থক ছাড়াও স্থানীয় সাধারণ মানুষজন উপস্থিত হয়ে তাকে উৎসাহিত করেন।
গণসংযোগ চলাকালে গোলাপ মজুমদার বলেন, “দীর্ঘ ১৭ বছর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।
এদেশের মানুষ গণতন্ত্রকে ভালোবাসে, তাই আসন্ন ২০২৬ সালের জাতীয় নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে। বিএনপি জনগণের দল, আমরা মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে কাজ করছি।”
তিনি আরও বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছি।
এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং জনগণ ন্যায্য অধিকার ফিরে পাবে।”
গোলাপ মজুমদার এর আগে ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে একইভাবে ধানের শীষের সমর্থনে গণসংযোগ করেছেন। প্রতিটি ইউনিয়নে তিনি দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষকে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।