ফটিকছড়ির আলোচিত মুখ ও এক মডেল ভুমি কমিনশারের বদলী

- আপডেট সময় : ০৫:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ২১ বার পড়া হয়েছে

মাসুদুল ইসলাম মাসুদঃ
আজ বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে ফটিকছড়ির আলোচিত ভুমি কমিশনার, দালাল মুক্ত ভুমি অফিস ঘোষণা অর্জন করা সহকারী কমিশনার মোঃ মেজবাহ উদ্দিন কে বদলিজনিত সংবর্ধনা দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার, মোজাম্মেল হক চৌধুরী সহ উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা বৃন্দ। প্রধান অতিথি বলেন, তিনি যতদিন ফটিকছড়ি উপজেলায় দায়িত্বরত ছিলেন ততদিন তিনি রাতকে দিন, দিন কে রাত মনে করে এতদ বৃহৎ ফটিকছড়ির প্রতিটি অঞ্চলে অঞ্চলে কাজ করার জন্য ছুটে চলে ছিলেন। আমাদের প্রশাসনের একটি শক্তি হিসেবে এই টগবগে কাজ পাগল মানুষটি সাথে ছিলেন এবং সব কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। আশা করি এই রকমের মানুষ যেখানেই যাক সেখানেই কাজের দ্রুতি ছড়াবেই। কাজের গতি আরো দ্বিগুণ হোক এটাই প্রত্যাশা।সেই সাথে আগামীতে ওনার কর্মস্থলে যে যোগদান করতেছেন আশা করি তিনিও আরো দ্বিগুণ কাজের প্রতিফলন ঘটাবপন এটাই আমাদের প্রত্যাশা। তিনি বলেন বিদায়ী কমিশনার ও নবাগত কমিশনার ( ভূমি) উভয়ের জন্য শুভকামনা রইল।