ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, মেয়ে পক্ষের দাবী হত্যা করা হয়েছে।
- আপডেট সময় : ০৫:৪৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, মেয়ে পক্ষের দাবী হত্যা করা হয়েছে।
চট্টগ্রামের দক্ষিণ ফটিকছড়িতে আতিকা আইভি (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে। ১৮ নং ধর্মপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ করির বাপের বাড়িতে ( সোরত আলী মার্কেট সংলগ্ন) এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ওই করির বাপের বাড়ির ওমান প্রবাসী মো: বেলালের স্ত্রী। বিগত ৬ বছর আগে আইভির সাথে বেলালের বিবাহ হয়। আইভির বাপের বাড়ি জাহানপুর কানা বাজারস্থ দক্ষিণ পাশের বাড়ি।
তাদের ঘরে ৫ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় মেম্বার ওসমানের সাথে কথা বলে জানা যায়, তিনি ১২ টার দিকে এই খবর শুনে সাথে সাথে থানায়,ফোন করে এবং লাশে কাউকে হাত দিতে নিষেধ করে। পরবর্তী থানা পুলিশ এসে সাথে স্থানীয় গ্রাম পুলিশ নিয়ে ঘটনা স্থলে যায়। তারপর ঘটনাস্থল পরিদর্শন পূর্বক শয়ন কক্ষ হতে আইভি মরদেহ উদ্ধার করে। পরে বেশ কিছু আলামত ও স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে লাশ এ্যাম্বুলেন্সে করে থানায় নিয়ে যায়।
এই দিকে নিহত আইভির পরিবারের দাবী এটি আত্মহত্যা নয় এটি একটি পরিকল্পিত হত্যা কান্ড।
এ ব্যাপারে নিহত গৃহবধূর পিতা আজম আলী বলেন- আমার মেয়েকে তার শ্বশুর বাড়িতে সবাই মিলে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ঘটনার আগের দিনের সকালে মেয়ের শাশুড়ি কাঞ্চন বালা ফোন দিয়ে বলেছে আমার মেয়েকে নিয়ে আসতে। তারা যখন যা চেয়েছে তাই দিয়েছি।
গত কয়েকদিন আগেও ফ্যান কিনে দিয়েছি। এছাড়া কোরবানের সময় ছাগল, যখন বলে তখন দাওয়াত খাওয়ানোসহ সব করেছি। তারা সব সময় আমার মেয়ের উপর নির্যাতন করেছে। আমরা এর বিচার চাই।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মুহাম্মদ নুরুল হুদা বলেন- খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এখন অপমৃত্যু মামলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।