সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে এসি ল্যান্ডের বদলী, আসছে নতুন এসিল্যান্ড ( ভূমি)

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৪৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ৬১ বার পড়া হয়েছে

ফটিকছড়ি উপজেলা এসিল্যান্ড মেসবাহউদ্দিনের বদলী। নতুন এসিল্যান্ড হিসেবে তার কমস্থলে যোগদান করবেন নতুন সহকারী কমিশনার (ভূমি)/এসি ল্যান্ড আবদুল্লাহ আল আমিন। এর আগে তিনি ৩৮তম ব্যাচের বি সি এস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সাতক্ষীরা জেলার তালা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন।
যথাসম্ভব নতুন বছরের নতুন দিন হতে হতে দায়িত্ব পালন করবেন বলে আশা করা যায়। বদলী মেসবাহউদ্দিন ফটিকছড়িতে যে কদিন ছিলেন অত্যন্ত গুরুত্বের সাথে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে ফটিকছড়ি বাসীর সুনাম অর্জন করেছেন।
Pls kindly namjary my id no 7141737. 6767136. Ur obidient Kazi MD noman call 01819731329. I can pay all government tax
Sir is honest and good character I wish him success in our fatikchary land situation
New namjary I’d 7141737. 6767126