ফটিকছড়িতে অবৈধ ঔষধ উদ্ধার

- আপডেট সময় : ০৪:২৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

মাসুদুল ইসলাম মাসুদ:-
২৯ জানুয়ারি ২০২৫ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী ভূজপুর থানার কাজিরহাট বাজার এবং ফটিকছড়ি পৌরসভাস্থ বিবিরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। জানা যায় ফটিকছড়ি এন. এস. আই এর গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা হয়। এই সময় তিনটি প্রতিষ্ঠানকে ঔষধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০ এর (খ),(গ),(ঘ) ধারায় ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) অর্থদণ্ডে দন্ডিত করা হয় এবং ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল, ভারতীয় ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠান গুলো হলো জাফর ড্রাগ হাউস,আবু জাফর, পিতা-আবদুল মালেক,সাং-ভুজপুর,ফটিকছড়ির বাসিন্দা কে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়। ২য় প্রতিষ্ঠান টি হল আলিফ মেডিকেল, হল: মোঃ ইসরানুল হুদা, পিতা-মোঃ হাসানুল করিম,সাং-বিবিরহাট বাজারের ব্যবসায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) ৩য় প্রতিষ্ঠান হল আর এ ট্রেডার্স, পারভেজ চৌধুরী,পিতা-আহামদর রহমান চৌ:,সাং-কলেজ রোড,বিবিরহাটকে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা করা হয়। আদায়কৃত অর্থ ট্রেজারি চালানোর মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়। এছাড়া জব্দকৃত সরকারি এবং নমুনা ঔষধ মানব সেবায় প্রদানের জন্য গাউসিয়া হক কমিটিকে প্রদান করা হয় অন্যান্য বিক্রয় নিষিদ্ধ, ভারতীয়, মেয়াদোত্তীর্ণ ঔষধগুলো ধ্বংস করা হয়। নির্বাহী অফিসার মোজাম্মেল হক বলেন, আগামীতেও একই ধরনের কার্যক্রম ও অভিযান বলবৎ থাকবে। এই ব্যাপারে প্রশাসন কোনো রুপ ছাড় দিবেনা। এই সময় ফটিকছড়ি উপজেলা প্রশাসনের বিভিন্ন লোকবল অভিযানে অংশ নেন।