প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যাচ্ছে গাছ ও বই

- আপডেট সময় : ১২:২২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে

প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যাচ্ছে গাছ ও বই
এক কেজি প্লাস্টিক জমা দিলেই বিনিময়ে পাওয়া যাচ্ছে পছন্দসই গাছ ও বই। পরিবেশ দুষণ রোধ আর অপচঁনযোগ্য দ্রব্য প্লাস্টিক রিসাইকেল করার বিনিময়ে সবুজ গাছের ভালোবাসা ছড়িয়ে দেয়ার দায়িত্ব নিয়েছে একঝাঁক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আর্থ ক্লাবের আয়োজনে গ্রিন টার্নিং নামে কর্মসূচীটি পরিচালিত হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য প্রাঙ্গণে গ্রীন টার্নিং বুথ নিয়ে বসেন আর্থ ক্লাবের সদস্যরা। পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি একটি সবুজ, স্বাস্থ্যকর পৃথিবী তৈরির লক্ষ্যে কাজ করছেন তারা। ক্লাবের সদস্যরা বলেন, এই কর্মসূচী পরিবেশ থেকে প্লাস্টিক বর্জ্য কমাতে সাহায্য করবে এবং ক্যাম্পাসের সবুজের সতেজতা ফিরিয়ে আনতেও অবদান রাখবে। গাছের পাশাপাশি প্লাস্টিকের বিনিময়ে বই গ্রহণের সুযোগ শিক্ষার্থীদেরকে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির উদ্দীপনা হিসেবে কাজ করবে।
আর্থ ক্লাবের এই কার্যক্রমকে সাধুবাদ জানান নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এসব কর্মসূচীর আয়োজন আরও বেশি বেশি করা দরকার। প্লাস্টিক রিসাইকেল, বৃক্ষরোপণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা যাতে একটা সবুজ ক্যাম্পাস আর সবুজ পৃথিবী সবার জন্য উপহার দিতে পারি সেই লক্ষ্যে কাজ করার জন্য সকলের এগিয়ে আসা উচিত।
উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশ ইয়োথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ এর অঙ্গসংস্থা হিসেবে যাত্রা শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আর্থ ক্লাব। স্টেপ টুওয়ার্ডস কনজার্ভিং আর্থ মোটো নিয়ে কাজ করে যাচ্ছে পরিবেশ ও পৃথিবী রক্ষায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে। ক্লাবটির বর্তমান নেতৃত্বে সভাপতি হিসেবে আছেন পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী তাসরিফ মল্লিক এবং সাধারণ সম্পাদক আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সানজিদা ঐশী
I’m extremely impressed together with your writing talents as smartly as with the layout to your weblog. Is that this a paid subject matter or did you customize it yourself? Anyway keep up the nice quality writing, it is rare to look a great blog like this one these days!