সংবাদ শিরোনাম :
প্রসঙ্গ

দিরাই-শাল্লা প্রতিনিধি:তৌফিকুর রহমান তাহের
- আপডেট সময় : ০৮:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ১৯৪ বার পড়া হয়েছে

প্রসঙ্গ
-চৌধুরী মজিবুর রহমান।
কিছু অব্যক্ত কথার নির্যাস ধমকা হাওয়ার মতো
তোলপাড় করে মানস বৃক্ষের ডাল-পাতা
নিরবে ভাঙ্গে পাঁজর সমষ্টি ।
তোমাকে জানোর উদ্দেশ্য মাঝে মাঝে উন্মাদ হয়ে ওঠি
ভিতরে ভিতরে কতো প্রস্তুতি নেই;
কিন্তু পারিনি…..
কতই না দ্বিধা-দ্বন্দের প্রশ্নে আক্রান্ত হই
অত:পর থমকে যাই।
নিভৃত্বে জখম হয় হৃদপিন্ড,রক্তক্ষরণ করন হয়
তবুও স্বপ্নের মৃর্ত্যু হয়নি
স্বযত্নে তোমায় বিন্যস্ত রাখি ভিতরে-বাহিরে।
একচিলতে আঙ্গিনায় মুখ নুয়ে বসে থাকি
আলো-আঁধারের সমাগমে তিথির উদযাপনি হয়
সময়ের উলট-পালট হয়
শুধু হয়নি আমার একাকিত্বের নিরসন
তোমার শূন্যতায় অপূর্ণ থেকে যায় শুক্লাদ্বাশির উৎস
তবুও বিশ্বাস রাখি অটুট
যদি কোন একদিন তুমি বুঝতে পারো-
অব্যক্ত কথার মৌলিক প্রসঙ্গ
সেই প্রত্যয়ে শুধু বহন করি অসীম অপেক্ষা।
চৌধুরী মজিবুর রহমান শেষ কবিতা।