প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় ঝিনাইদহ প্রেসক্লাবে মিলাদ ও দোয়ার মাহফিল

- আপডেট সময় : ০৩:১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

রাসেল হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় এক মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এই দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। ক্লাবের সদস্যরা মাহফিলে অংশ গ্ৰহন করেন।
উল্লেখ্য সম্প্রতি ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইউএনবি প্রতিনিধি আমিনুর রহমান টুকু ইন্তেকাল কেরেন। এর আগে সাপ্তাহীক চলন্তিকা পত্রিকার শেখ মিজানুর রহমান, দি ইনডিপেনডেন্ট পত্রিকার এম এ আনসারী, বাংলাদেশ বেতারের নুরুজ্জামান মন্টু, ভয়েস অব আমেরিকার এমবি জামান সিদ্দিকী, সংবাদের কমল কৃষ্ণ সাহা, অবজারভারের কালী কিংকর মন্টু, ইনকিলাবের আব্দুর রকিব, বাংলার বানী পত্রিকার তৈয়ব আলী জোয়ারদার, অধ্যাপক মিহির গোস্বামী, অধ্যাপক আমীর আলী, শেখ হাবীবুর রহমান, কেবি আল মামুন, হাফিজুর রহমান ও আবু জাফরসহ একাধিক সদস্য মারা যান।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন জানান, এখন থেকে প্রতি বছর ঝিনাইদহ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হবে। এটা প্রেসক্লাবের গঠনতন্ত্রেও সংযুক্ত করা হয়েছে।