সংবাদ শিরোনাম :
প্রবাসে আবারও বাংলাদশীর মৃত্যুু
রাউজান প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:২১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৭২ বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ তে চট্টগ্রামের রাউজানের এক প্রবাসীর মৃত্যু
১১ ই ফেব্রুয়ারি গত শনিবার
সংযুক্ত আরব আমিরাতে শারজাহতে স্টকে মৃত্যুবরণ করেন চট্টগ্রামের রাউজান উপজেলা র,
দক্ষিণ গহিরা ২ নং ওয়ার্ডের বাহার উল্লাহ বাড়ির নূর মিয়ার দ্বিতীয় পুত্র মুহাম্মদ জেবল হোসেন, তার এক কন্যা সন্তান রয়েছেন, মোঃ জেবল হোসেনের মৃত্যুতে তার পরিবার নেমে এসেছে সুখের ছায়া, গত ছয় বছর আগে, হাজারো স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন, সংযুক্ত আরব আমিরাতে সেখানে শারজাতে একটি জরিপাতে কাজ করেন, (বাংলাতে বাগানের কাজ) রাউজানের এক প্রবাসী জানাই, তার বৈধ কাগজপত্র না থাকায় , দীর্ঘদিন ধরে হতাশায় বুকছেন, মোঃ জাবাল হোসেন , বর্তমানে লাশ শারজার একটি হাসপাতালের মর্গে রয়েছেন,আইনি প্রক্রিয়া শেষ হলে দেশে পাঠানো হবে।