সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, অন্তর্বর্তী সরকার গঠন হবে: সেনাপ্রধান

নিজেস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৬:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া:-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে।
সোমবার বিকাল পৌনে চারটার দিকে সেনা সদরদপ্তরে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে।
দেশবাসীকে সংঘাতের পথে না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে শান্তিপূর্ণ অবস্থায় ফিরিয়ে আনা হবে। আমি সব দায়িত্ব নিচ্ছি। আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব।
সেনাপ্রধান জানান, দেশে এখন আর কোনো কারফিউ নেই। কোনো জরুরি অবস্থা নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সেনাবাহিনীসহ সব বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে কেউ যেন গুলি না করে। বলেন, সেনাবাহিনী কোনো গুলি করেনি। পুলিশসহ সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে কেউ যেন গুলি না করে।