ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পেরুর বিপক্ষে ম্যাচে নেই মেসি, নিষিদ্ধ স্কালোনিও

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া

আর্জেন্টিনা পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার গ্রুপ পর্ব শেষ করবে। মেসিদের লক্ষ্য থাকবে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা। তবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত হওয়া সত্ত্বেও, আলবিসেলেস্তেদের শিবিরে উদ্বেগ বিরাজ করছে।
চিলির বিপক্ষে ম্যাচে ডান পায়ের অ্যাডাক্টরে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। এ কারণে আগামীকাল খেলতে পারবেন না তিনি। একই সঙ্গে আরও এক দুঃসংবাদ পেয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নরা।

পেরুর বিপক্ষে আগামীকালের ম্যাচে আর্জেন্টিনার ডাগ-আউটে দাঁড়াতে পারবেন না কোচ লিওনেল স্কালোনি। মেসিদের এই কোচকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে কনমেবল।
চিলির বিপক্ষে ম্যাচে ডান পায়ের অ্যাডাক্টরে অস্বস্তি অনুভব করেছিলেন মেসি। সেই ম্যাচের পর তিনি নিজেই জানিয়েছিলেন যে পরের ম্যাচে খেলতে পারবেন না কি না তা নিশ্চিত নয়। তিনি বলেছিলেন, ‘ম্যাচের শুরুতে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করি। শক্ত হয়ে আসছিল। যতটা নমনীয় থাকে তেমন ছিল না। তবে ম্যাচটি শেষ করতে পেরেছি। সামনে কী হয় দেখা যাক।’

অবশেষে সেই শঙ্কাই স্থায়ী হয়েছে। শতভাগ ফিট না হওয়ায় ফুটবল জাদুকরকে এক ম্যাচের বিশ্রাম দেয়া হয়েছে। আর্জেন্টিনার সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল বলেছেন, ‘সর্বশেষ ম্যাচে লিওর একটু সমস্যা হয়েছে। সে এই (পেরু) ম্যাচটা খেলতে পারবে না। (চোটের) কতটা উন্নতি করে, সেটা বুঝতে আমরা দিনের পর দিন তাকে পর্যবেক্ষণ করব।’
এদিকে চিলির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের পর মাঠে নামতে দ্বিতীয়ার্ধের খেলায় মাঠে নামতে দেরি করেছিল আর্জেন্টিনা। এ কারণে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে কনমেবল। একই সঙ্গে আর্জেন্টিনা দলকে ১৫ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

পেরুর বিপক্ষে ম্যাচে নেই মেসি, নিষিদ্ধ স্কালোনিও

আপডেট সময় : ০২:৪২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া

আর্জেন্টিনা পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার গ্রুপ পর্ব শেষ করবে। মেসিদের লক্ষ্য থাকবে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা। তবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত হওয়া সত্ত্বেও, আলবিসেলেস্তেদের শিবিরে উদ্বেগ বিরাজ করছে।
চিলির বিপক্ষে ম্যাচে ডান পায়ের অ্যাডাক্টরে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। এ কারণে আগামীকাল খেলতে পারবেন না তিনি। একই সঙ্গে আরও এক দুঃসংবাদ পেয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নরা।

পেরুর বিপক্ষে আগামীকালের ম্যাচে আর্জেন্টিনার ডাগ-আউটে দাঁড়াতে পারবেন না কোচ লিওনেল স্কালোনি। মেসিদের এই কোচকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে কনমেবল।
চিলির বিপক্ষে ম্যাচে ডান পায়ের অ্যাডাক্টরে অস্বস্তি অনুভব করেছিলেন মেসি। সেই ম্যাচের পর তিনি নিজেই জানিয়েছিলেন যে পরের ম্যাচে খেলতে পারবেন না কি না তা নিশ্চিত নয়। তিনি বলেছিলেন, ‘ম্যাচের শুরুতে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করি। শক্ত হয়ে আসছিল। যতটা নমনীয় থাকে তেমন ছিল না। তবে ম্যাচটি শেষ করতে পেরেছি। সামনে কী হয় দেখা যাক।’

অবশেষে সেই শঙ্কাই স্থায়ী হয়েছে। শতভাগ ফিট না হওয়ায় ফুটবল জাদুকরকে এক ম্যাচের বিশ্রাম দেয়া হয়েছে। আর্জেন্টিনার সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল বলেছেন, ‘সর্বশেষ ম্যাচে লিওর একটু সমস্যা হয়েছে। সে এই (পেরু) ম্যাচটা খেলতে পারবে না। (চোটের) কতটা উন্নতি করে, সেটা বুঝতে আমরা দিনের পর দিন তাকে পর্যবেক্ষণ করব।’
এদিকে চিলির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের পর মাঠে নামতে দ্বিতীয়ার্ধের খেলায় মাঠে নামতে দেরি করেছিল আর্জেন্টিনা। এ কারণে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে কনমেবল। একই সঙ্গে আর্জেন্টিনা দলকে ১৫ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।