সংবাদ শিরোনাম :
প্রচ্ছদ /
অর্থনীতি, আইন-আদালত, আন্তর্জাতিক, কৃষি ও প্রকৃতি, ক্যাম্পাস, খেলাধুলা, গণমাধ্যম, চাকরি, জাতীয়, টপ টেন, তথ্যপ্রযুক্তি, দেশজুড়ে, ধর্ম, নারী ও শিশু, প্রবাস, ফিচার, বিনোদন, বিশেষ প্রতিবেদন, ভ্রমণ, মতামত, রাজনীতি, লাইফস্টাইল, শিক্ষা, সাহিত্য, স্বাস্থ্য
পেঁয়াজের ব্রিজের বাম্পার ফলন করেন বিক্রম
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
পেঁয়াজের ব্রিজের বাম্পার ফলন করেন বিক্রম
নিজেস্ব প্রতিনিধি:-
ঠাকুরগাঁও, বালিয়াডাংগী উপজেলা ১নংপাড়িয়া ইউনিয়নের হিন্দুপুরা গ্রামের শ্রী রবি সিংহ বড় ছেলে বিক্রম সিংহ উচ্চতা ৩ ফিট 2 ইঞ্চি হ্যালো থেমে থাকেননি কোন কাজে ২০ শত জমিতে পিয়াজের বীজ উৎপাদন করছেন বিক্রম এছাড়াও ব্যবসা করেন তিনি গ্রামের বাজারে একটি বীজ ভান্ডার নামে প্রতিষ্ঠান রয়েছে বিক্রমের । এলাকাবাসী তাকে পেয়ে গর্বিত মনে করেন। দেলোয়ার নামে এক ব্যক্তি বলেন যে বিক্রমের মত বন্ধু পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি ।বিক্রম এক সাক্ষাৎকারে বলেন এবার যদি পেঁয়াজের বীজ দাম ভালো পাই তাহলে সামনে মৌসুমী ৪০ শতক জমিতে বীজ উৎপাদন করব এবং উপজেলা কৃষি অফিস থেকে যদি আমাকে সহযোগিতা করে তাহলে আরো ভালো করবো বলে মনে করছি ।