পূর্ব শত্রুতার জের ধরে জঙ্গল পদুয়ায় মৎস্য খামারে আগুন।
- আপডেট সময় : ১২:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
পূর্ব শত্রুতার জের ধরে জঙ্গল পদুয়ায় মৎস্য খামারে আগুন।।
গত ৭মার্চ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলায় পদুয়া ইউনিয়নে জঙ্গল পদুয়ায় দিনেদুপুরে পূর্ব শত্রুতার জের ধরে মাছ চাষের খামার বাড়ীতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে দূর্বত্তরা।।
পদুয়া ৭ নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবিরের খামার বাড়ী বলে জানা যায়।।
সরেজমিনে পরিদর্শনে গিয়ে ভুক্ত ভোগী নুরুল কবির জানান,আমার খামার বাড়িতে পাহারাদার জাফর সবসময় দায়িত্বে থাকে।আমি দীর্ঘদিন ধরে একজন মৎস্য,চাষী। মৎস্য চাষ করে আমার সংসার চলে । ঘটনার দিন আমার পাহারাদার একটু দূরে কাজ নিয়ে ব্যস্ত ছিল। হঠাৎ দুর্বৃত্তরা আমার খামার বাড়ীতে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়ে দিয়েছে খবর শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার খামার বাড়িতে প্রায় ১৫০ বস্তার মতন মাছের খাদ্য, নেটসহ অন্যান্য সামগ্রী ছিল। এতে মিনিমাম ৬থেকে ৭ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ধারণা, দূর্বৃত্তরা পুর্ব শত্রুতার জের ধরে আমার ব্যবসা নি:স্ব করে দেওয়ার জন্য আমার খামার বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দিয়েছে।
লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার এসআই রাশেদ।
লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান,ঘটনাটি খু্বই দুঃখজনক ও মর্মান্তিক লিখিত অভিযোগ পেয়েছি, প্রয়োজনীয় তদন্ত,সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।।