সংবাদ শিরোনাম :
পূর্ণ করো বাসনা

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

পূর্ণ_করো_বাসনা
শেখ তিতুমীর আকাশ
আল্লাহ্ তুমি রহম করো
পূর্ণ করো বাসনা,
দুচোখ ভরে দেখবো আমি
আমার প্রিয় মদিনা।
বলবো আমি মনের কথা
জমা ছিলো যত,
সালাম দেবো ঐ মদিনায়
আমি শত-শত।
চোখের জলে দু-হাত তুলে
চাইবো আমি মাফ,
আল্লাহ্ তুমি দয়ার মালিক
ক্ষমা করো পাপ।
ঐ মদিনা দেখার আগে
মরণ তুমি দিও না,
আল্লাহ্ তুমি রহম করো
পূর্ণ করো বাসনা।