পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা

- আপডেট সময় : ১২:৩৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে

জিএমআবু জাফর স্টাফ রিপোর্টার:- ২৪ মার্চ,পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকার আয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে জনাব মোঃ আতিকুল ইসলাম বিপিএম(বার),পিপিএম (বার),অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপস্),বাংলাদেশ পুলিশ,পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা মহোদয়ের সভাপতিত্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি নিয়ে ফেব্রুয়ারি-২০২৪, মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পুলিশ সুপারের কার্যালয়,সাতক্ষীরার সম্মেলন কক্ষ থেকে Cisco Video Conferencing System এর মাধ্যমে সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয় এর পক্ষে যুক্ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)।
সভায় ফেব্রুয়ারি-২০২৪ মাসের দেশের সার্বিক অপরাধ পরিস্থিতির পর্যালোচনা, মোবাইল উদ্ধার, সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা তামিল, মামলার তদন্ত ও বিচারের ফলাফল এবং সাজার হার বিষয় সহ সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ ও বিবিধ বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।
উক্ত সভায় ভার্চুয়ালি আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল),জনাব এস এম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সাতক্ষীরা সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।