পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

- আপডেট সময় : ০৭:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণের আওতাভুক্ত চুয়াডাঙ্গা জেলায় নায়েক ও কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কোর্স’-এর শুভ উদ্বোধন করেন জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম- সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়ার পরিচালনায় বাংলাদেশ পুলিশের সকল পদমর্যাদার সদস্যদের আজ ১১ মে ২০২৪ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় ১৬তম ব্যাচে ৪২ জন পুলিশ সদস্যের অংশগ্রহণে সপ্তাহ ব্যাপি পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ শুরু হয়েছে। পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় উদ্বোধনী ক্লাসে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য পোষাকের মর্যাদা, সৌজন্যতা ও মার্জিত আচরণ, সহকর্মী ও সেবা প্রত্যাশীদের সাথে পেশাগত আচরণ ও করণীয়-বর্জনীয় সম্পর্কে আলোকপাত করেন। উক্ত উদ্বোধনীকালে আরও উপস্থিত ছিলেন ড. এস এম ফরহাদ হোসেন কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়া জনাব মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); চুয়াডাঙ্গা; জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম- সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যবৃন্দ।