সংবাদ শিরোনাম :
পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।
নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।।
লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি নুরুল কবির (৪৪) কে আটক করা হয়েছে।।
সে পদুয়া ইউনিয়নের১নং ওয়ার্ডের নয়াপাড়ার মৃত জয়নাল আবেদীনের পুত্র।লোহাগাড়া থানা সূত্রে জানা যায় এএসআই মো: ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নুরুল কবির নামে এক বছরের সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেন। জানা যায় আটক নুরুল কবিরের বিরুদ্ধে ১ বছরের সশ্রম কারাদন্ড, ৫০০ টাকা অর্থ দন্ড এবং অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ রয়েছে।
এব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশেদুল ইসলাম বলেন গতকাল অভিযান চালিয়ে নুরুল কবির নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে আটক করা হয়েছে। উক্ত আসামি কে ৫ই মার্চ সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।