পুলিশকে পিটানোর অপরাধে গ্রেফতার।।
- আপডেট সময় : ০৪:৪৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে ইউপি সদস্য প্রকাশ্যে ইউনিফর্ম পরা গ্রাম্য পুলিশকে পিটানোর অপরাধে গ্রেফতার।
একে আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার অন্তর্গত ২ নং নেকমরদ ইউনিয়নের গ্রাম্য পুলিশ সদস্য জগেন্দ্র নাথ রায়কে ইউনিফর্ম পরা অবস্থায় (৪০)কে মারধরের ঘটনায় ১৯ শে ফেব্রুয়ারি রাত ৮ ঘটিকার সময় ঐ ইউনিয়নের ইউপি সদস্য দবিরুল ইসলাম (৫৫) কে গ্রেফতার করেছেন থানা পুলিশ।এবং এই ব্যাপারে একটি মামলা হয়েছে যার নং রানীশংকৈল থানা মামলা নং- ২৩/২৪,
মামলা সুত্রে জানা যায় রবিবার রাতে নেকমরদ বাজার চেয়ারম্যান মার্কেটের সামনে ইউপি সদস্য কর্তৃক পারকুন্ডা গ্রামের মৃত ভাইন বাবু ছেলে গ্রাম্য পুলিশ জগেন্দ্র নাথ রায় কে তুচ্ছ বিষয়ে বেধড়ক মারপিট করে এবং তার পরনে থাকা ইউনিফর্ম ও সাথে থাকা কয়েকটি টাকার নোট ছিঁড়ে দেন।
পরে স্থানীয়রা গ্রাম্য পুলিশের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করেন।এই মারধরের ঘটনায় গ্রাম পুলিশ সদস্য জগেন্দ্র নাথ রায় বাদী হয়ে রানীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন।যার মামলা নং ২৩/২৪
এই বিষয়ে রানীশংকৈল থানার অফিসার্স ইনচার্জ সোহেল রানা বলেন ইউপি সদস্য মোঃ দবিরুল ইসলাম কে গ্রেফতার করা হয়েছে। এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।