পারিবারিক ও ব্যাক্তিগত সফরে ধর্মপুরে কর্ণেল আজিম উল্লাহ বাহার

- আপডেট সময় : ০৩:৩৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

মাসুদুল ইসলাম মাসুদঃ-
পারিবারিক ও ব্যাক্তিগত সফরে আজ ফটিকছড়ির দক্ষিণ অঞ্চল ধর্মপুর ইউনিয়নের অলি মোহাম্মদ বাড়িতে জুমার নামাজ ও দুপুরের দাওয়াতে অংশ নেন ফটিকছড়ি উপজেলা বি এন পির আহবায়ক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী কর্ণেল আজিম উল্লাহ বাহার। তিনি তার মেয়ের গ্রামের শ্বশুর বাড়িতে এই ব্যাক্তিগত সফরে আসেন। অলি মোহাম্মদ বাড়ির নিবাসী বিশিষ্ট ব্যাবসায়ী সাবেক মাল্টি ফুডস ও লিনিট প্রেসের কর্ণধার ও বীরমুক্তি যোদ্ধা মরহুম আনোয়ার পাশা সিদ্দিকী
তার বড় বেয়াই। আরেক ব্যাবসায়ী আমেরিকা প্রবাসী কামাল পাশা সিদ্দিকী হলেন তার বেয়াই।
মূলত তাদের পারিবারিক সফরে বি এন পির এই প্রভাবশালী নেতার দক্ষিণ অঞ্চলে আগমন। এই সময় ধর্মপুর ইউনিয়ন বি এন পি ও অঙ্গসংগঠনের অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন। জুমার নামাজের পর তিনি তার বড় বেয়াই দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম আনোয়ার পাশা সিদ্দিকীর কবর জেয়ারত করপন এবং আরেক বি এন পি নেতা নাজিম উদ্দীনের সদ্য প্রয়াত তার মা এর কবর জেয়ারত করেন।