পাবনায় আকবর হোসেন স্মৃতি পাঠাগার এর উদ্যোগে শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
পাবনায় আকবর হোসেন স্মৃতি পাঠাগার এর উদ্যোগে” রমজানের শিক্ষা ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:-
পাবনার সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দোপকোলা গ্ৰামে আকবর হোসেন স্মৃতি পাঠাগার এর উদ্যোগে ” রমজানের শিক্ষা ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ (১৩ মার্চ) মঙ্গলবার পহেলা রমজান ১৪৪৫ হিজরী বাদ আসর থেকে আকবর হোসেন স্মৃতি পাঠাগার,দোপকোলা পাবনা এর উদ্যোগে দোপকোলা কেন্দ্রীয় জামে মসজিদে ” রমজানের শিক্ষা ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও গবেষক প্রফেসর ড. মুহাম্মদ ইদ্রিস আলম। পাঠাগারের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাহিন হোসেন আজাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পাঠাগারের সাধারণ কমিটির সভাপতি ও দোগাছি ইউনিয়নের সাবেক মেম্বার নুরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাঠাগারের কার্যকর কমিটির সভাপতি ও দৈনিক সংগ্রাম এর পাবনা প্রতিনিধি রফিকুল আলম রঞ্জু, কোষাধ্যক্ষ ওয়ারিশ হোসেন সহ অন্যান্য সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।