পশুরহাটে অনিয়ম রোধে ইউএনও ও এসি ল্যান্ডের তদারকি

- আপডেট সময় : ০৯:২৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

এমদাদুল হক ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-
যশোরের মনিরামপুর উপজেলার পৌরসভার পশুরহাটে আজ মঙ্গলবার (৩ জুন ২০২৫) সরেজমিন পরিদর্শন করেছেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না এবং সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম।
দুপুরের দিকে পশুরহাটে পৌঁছে তারা হাটের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে পরিদর্শন করেন। পশু বিক্রির নির্ধারিত স্থান, ব্যবস্থাপনা, হাটের স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ব্যবস্থা, এবং খাজনা আদায়ের নিয়মনীতি খতিয়ে দেখেন তারা।
বিশেষভাবে নজর দেওয়া হয় পশুর ঘরের পাশের অর্থ আদায়ের ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে কিনা। এ সময় হাটের পাশে থাকা খাজনা আদায়ের রেজিস্ট্রার খাতা খতিয়ে দেখেন কর্মকর্তারা এবং সংশ্লিষ্টদের সতর্ক করে দেন যাতে অতিরিক্ত টাকা আদায় বা হয়রানির কোনো অভিযোগ না আসে।
ইউএনও নিশাত তামান্না বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী হাট ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জনসাধারণের স্বার্থ সুরক্ষায় আমরা নিয়মিত নজরদারি করছি। কেউ যেন অতিরিক্ত পাশের টাকা আদায় করতে না পারে – তা নিশ্চিত করা হবে।”
এসি ল্যান্ড নিয়াজ মাখদুম বলেন, “জনগণের অর্থের অপচয় বা হয়রানি বরদাস্ত করা হবে না। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় জনপ্রতিনিধি, হাট কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এই তৎপরতা হাটে শৃঙ্খলা ও স্বচ্ছতা রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।