পলাশবাড়ীতে সার্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০২:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
পলাশবাড়ীতে সার্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সার্বজনীন পেনশন স্কীম বাস্তবায়ন এর লক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ মার্চ শনিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে এ প্রস্তুতি মুলক সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ।
আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,পলাশবাড়ী পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল মিত্র,সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা, সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদসহ অন্যান্যরা। এসময় সার্বজনিন পেনশন স্কিম বিষয়ে প্রশ্ন করেন ব্যাংক কর্মকর্তাগণ,উপজেলার সকল মসজিদের ইমাম,মুয়াজ্জিন,ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকগণ এবং বিভিন্ন শ্রেনিপেশার মানুষ।
বক্তারা, সার্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নে সামাজিক ভাবে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।