পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

- আপডেট সময় : ০৯:২৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে

পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত
স্টাফ রিপোর্টার
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী ,আলোচনা সভা ও মহড়া।
১০ মার্চ রোববার সকালে পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আলোচনা সভায় যোগ দেন।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধান, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) লোকমান হাকিমসহ অন্যরা।
আলোচনা শেষে অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে প্রাণ রক্ষার বিভিন্ন কৌশলের উপর মহড়া উপস্থাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিমের সদস্যরা।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন, পলাশবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান নাহীদ।